অবৈধভাবে ইলিশ ধরায় শতাধিক জেলের কারাদণ্ড
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০৫:১২
আপডেট:
১২ অক্টোবর ২০২২ ০৫:১৩

বরিশালে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ১২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, নিষিদ্ধ মৌসুমে কেউ ইলিশ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।
যদিও অভিযানের মধ্যেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।
সংকটের মধ্যেই আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং ১২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশালের মেঘনা ও মেঘনার শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ২৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ অক্টোবর) বিকেলে ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে নৌপুলিশ।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন, অভিযানে ২৩ লাখ মিটার জাল, ৮৫ কেজি ইলিশ ও দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: