বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে অস্ত্রের মহড়া


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ২১:২৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:২৬

ছবি সংগৃহীত

টাঙ্গাইলে হেমনগর ইউপিনয় প‌রিষদ (ইউপি) নির্বাচ‌নকে কেন্দ্র করে আওয়ামী লী‌গ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ভোটকে‌ন্দ্রের সাম‌নে উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন গণমাধ্যমকে জানান, কে‌ন্দ্রে এজেন্ট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। পুলিশ সেখানে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন উভয়পক্ষের সমর্থকরা। এতে করে সেখানে উত্তেজনা দেখা দেয়। একটু পরেই তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, হাইকোর্টের আদেশে গোপালপুরের ঝাওয়াইল ও হেমনগর ইউপিতে ভোটগ্রহণ স্থগিত ছিল। বুধবার (১২ অক্টোবর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সেই ভোটগ্রহণ শুরু হয়েছে।


সম্পর্কিত বিষয়:

ইউপি নির্বাচন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top