টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ইয়াবা কারবারি নিহত
প্রকাশিত:
২৮ জুলাই ২০২০ ১৭:২৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫৩

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে। এ সময় ইয়াবার ভাগ-ভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
ইয়াবা কারবারিরা তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার, মো. ইছমাইল, নাছির এবং আনোয়ার হোসেন নামের চারজন কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান (ওসি) প্রদীপ কুমার দাশ।
আপনার মূল্যবান মতামত দিন: