বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০৪:৫৮
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:১৩

বগুড়ার সারিয়াকান্দিতে আবারও বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। পানি বাড়ায় দুশ্চিন্তায় যমুনা পাড়ের কৃষক। তবে প্রশাসন বলেছে পানি আরও কয়েকদিন বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করার কোন সম্ভাবনা নেই।
বগুড়া সারিয়াকান্দিতে গত সোমবার থেকে যমুনা নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছে যমুনা পাড়ের ধান, মরিচ এবং মাসকলাই চাষীরা। এ অসময়ে পানি বৃদ্ধি পেলে তাদের সদ্য রোপণকৃত ধান, বেড়ে ওঠা দেশী জাতের মরিচ এবং মাসকলাই এর জমির ফসল আক্রান্ত হয়ে ফসলহানি হবার সম্ভাবনা রয়েছে।
সাধারণত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে বন্যা জুন থেকে আগস্ট মাসে হয়ে থাকে। এরপর আর বন্যা দেখা যায় না। কিন্তু চলতি বছর অক্টোবর মাসে পানি বৃদ্ধির সংবাদে চাষিদের ভাবিয়ে তুলেছে। যমুনা নদী পাড়ের চাষিরা প্রতিনিয়ত পানি বৃদ্ধির সংবাদ সংগ্রহ করছেন।
সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত সোমবার (১০ অক্টোবর) থেকে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। সেদিন যমুনা নদীর পানির উচ্চতা ছিল সকাল ৯ টায় ১৪.৩০ মিটার, ১১ অক্টোবর মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১৪.৪০ মিটার এবং বুধবার পানির উচ্চতা ছিল ১৪.৮৯ মিটার।
ফলে যমুনা নদীর পানি গত সোমবার ৩ সে. মি., মঙ্গলবার ১০ সে. মি. এবং বুধবার ৪৯ সে. মি. বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত ৩ দিনে পানি ৬২ সে. মি. বৃদ্ধি পেয়েছে। এ বছর এ নিয়ে যমুনার পানি ৫ম দফায় বৃদ্ধি পাচ্ছে। তবে গত ১৭ জুন শুক্রবার পানি বিপদসীমা অতিক্রম করে প্রাথমিক বন্যা দেখা দিয়েছিল। বন্যা নদী এলাকার জমি ও বসতবাড়িতে পানি উঠে যায়।
সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউপির সুজাতপুর চরের কৃষক হারুন মিয়া জানান, প্রায় ৯ বিঘা জমিতে মরিচ আছে। এই অসময়ে যদি বন্যা হয়, তাহলে মরিচের গাছ পানিতে তলিয়ে গেলে আর্থিকভাবে লোকসান হবে। কিছু দিন পর গাছে গাছে মরিচ ধরা শুরু হবে। আর সেখানে যদি বন্যা দেখা দেয় তাহলে সর্বনাশ হবে কৃষকদের।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া জানান, গত কয়েকদিন ধরেই সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। তবে এ যাত্রায় পানি বিপদসীমা অতিক্রম করার কোন খবর আমাদের কাছে নেই।
সম্পর্কিত বিষয়:
যমুনা নদী
আপনার মূল্যবান মতামত দিন: