প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২২ ২২:০০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এক জার্মান প্রবাসীর বাড়িতে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মামুন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
মামুন মাতুব্বরের বাবা দোলোয়ার মাতুব্বর জানান, রাতে ১৫-২০ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল ও দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এদিকে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
সম্পর্কিত বিষয়:
ডাকাত
আপনার মূল্যবান মতামত দিন: