কুষ্টিয়াতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২২ ২৩:০৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৪

ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মণ্ডল পাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মঞ্জুর আলম সোহান (২৭) ও কোদালিয়া পাড়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে সোহান মন্ডল (২৮)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযুক্ত দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাতবাড়িয়া গ্রামের মাঠপাড়ার জনৈক পিয়ার আলীর ছেলে মোমিনের কাছে ২০ হাজার টাকা দাবি করে। অন্যথায় মাদক ব্যবসায়ী হিসেবে আটক করবে বলে হুমকি দেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নির্দেশে এ এস আই শফিকউল্লাহ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে।
সেকেন্ড অফিসার রানা প্রতাপ সিংহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঞ্জুর আলম সোহানের নামে আগে আরও ৯টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
সম্পর্কিত বিষয়:
ডিবি পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: