মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নওগাঁর মহাদেবপুরে ৮ সাইবার অপরাধী গ্রেফতার


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২২ ০৫:০৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৫:৩০

ছবি সংগৃহীত

অনলাইনে অবৈধ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ৮ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে নওগাঁর র‌্যাব।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান পরিচালনা করে গত বুধবার মধ্য রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের রমেন চন্দ্র অধিকারীর ছেলে বাঁধন কুমার ওরফে রকি (২২), মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের ননী গোপাল দেবনাথের ছেলে অন্তর দেবনাথ (২০), আতুরা গ্রামের মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. সাব্বির হোসেন ওরফে মানিক (২০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. নাজমুল হাসান (২০), মো. পিন্টুর ছেলে মো. সাখাওয়াত হোসেন (১৯), মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন ওরফে রতন (১৯), মো. মন্টু মোল্লার ছেলে মো. মামুন হোসেন (২২) ও বিড়মগ্রাম গ্রামের মো. নাসির আলীর ছেলে মো. নাঈম হোসেন।

র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত আসামিরা ডিজিটাল মাধ্যম বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পরস্পর সহায়তায় ওই ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করার উদ্দেশ্যে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন। এতে তারা বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন করার জন্য বিভিন্ন অ্যাপ ও গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করেন। প্রাপ্ত ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছিলেন। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এ মহাদেবপুর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


সম্পর্কিত বিষয়:

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top