যশোরে ড্রেন থেকে উদ্ধার অস্ত্র-গুলি
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২২ ২৩:১২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:২৮

বিজিবি পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার করেছে যশোরের বেনাপোল থেকে। শুক্রবার (২১অক্টোবর) রাত ৩টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর ব্রিজের পাশে ড্রেন থেকে এসব উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান, অস্ত্রের চালান এনে সাদিপুর ব্রিজে অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান নিচ্ছেন- এমন সংবাদে অভিযান চালায় আইসিপি ক্যাম্পের একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। ব্যাগটি তল্লাশি চালিয়ে দুটি দেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে সোনা, মাদক ও অস্ত্রপাচার রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। চোরাকারবারিদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
বিজিবি
আপনার মূল্যবান মতামত দিন: