বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


মিরসরাইয়ে ভারতীয় মদসহ দশম শ্রেণির ছাত্র আটক


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২২ ০৩:১৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:২২

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় মদসহ এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধুমঘাট হাজি চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার জোরারগঞ্জ থানার চিনকিরহাট বাজারের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় আরেকজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন মাদকসহ স্কুলছাত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিনকিরহাট বাজারের পাশে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালানো হয়। এ সময় ১৬ বোতল ভারতীয় মাদকসহ ওই স্কুলছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আরেকজন পালিয়ে যান।

ওসি নুর হোসেন জানান, ওই কিশোর ২০০ টাকার বিনিময়ে মাদক বিক্রি করে। সে আজম নগরের নুরনবী নামের এক মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করে।

মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ওই স্কুলছাত্রকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 


সম্পর্কিত বিষয়:

মাদক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top