পাবনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ২
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২ ০০:০৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৩:২৩

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইলে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুইজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম বিশ্বাস (২৭) এবং তার সহকর্মী সুমন ঘোষ।
নিহত আরিফ বিশ্বাস পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে এবং সুমন একই এলাকার শ্যামল ঘোষের ছেলে। নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেলে করে ওই দুজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকা পাড় হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহত আরিফ বিশ্বাসকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাস ও চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত বিষয়:
নিহত
আপনার মূল্যবান মতামত দিন: