২০২২ ফুট লম্বা পতাকা
ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের র্যালি
প্রকাশিত:
২০ নভেম্বর ২০২২ ০৫:৫৩
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৮:০৯

ফেনীতে ২০২২ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির প্রধান পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি দুই হাজার ২০০ ফুট লম্বা পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ র্যালির আয়োজন করি।
র্যালিতে অংশ নেওয়া মাইন উদ্দিন সুমন, হানিফ আরিফ জানান, মেসি ও আর্জেন্টিনার ভক্ত তারা। দূর-দূরান্ত থেকে এসে তারা এ র্যালিতে অংশগ্রহণ করেছেন। ফেনীর প্রায় ৭০ শতাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক বলেও জানান তিনি।
একদিন পরই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২টি দল অংশ নেবে।
সম্পর্কিত বিষয়:
বর্ণাঢ্য র্যালি
আপনার মূল্যবান মতামত দিন: