বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


দেশে ইভিএমে কোনো ভোট হবে না : রুমিন ফারহানা


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২ ০৩:২০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৩:২৪

ছবি সংগৃহিত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে ইভিএমে কোনো ভোট হবে না, ভোট হবে ব্যালটে। সরকার ইভিএমের নাটক দেখায়। এই নাটকে কাজ হবে না।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুমিন।

রুমিন ফারহানা বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নকশায় আগামী ২০২৪ সালে কাজ হবে না। ২০২৪ সালের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে।

তিনি আরও বলেন, আগামীর দিন বিএনপির দিন। আগামীর বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ।

রুমিন ফারহানা বলেন, পুলিশ বাহিনীর উদ্দেশে আমি বলতে চাই দেশের জনগণের দিকে বন্দুক তাক করাবেন না। জনগণের দিকে বন্দুক তাক করেছিল র‍্যাব। তারা স্যাংশন খেয়ে থেমে গেছে। আপনাদের জন্যও স্যাংশন অপেক্ষা করছে, এদেশের জনগণের বুকে গুলি চালাবেন না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।


সম্পর্কিত বিষয়:

ইভিএম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top