চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারো ভাঙন
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২০ ১৭:০০
আপডেট:
১৪ আগস্ট ২০২০ ০১:১৯

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা এলাকায় আবারো মেঘনার ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে এরই মধ্যে মালামাল সরিয়ে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী পুরান বাজারসহ আশপাশের এলাকা।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে চাঁদপুর পুরান বাজার হরিসভা এলাকায় শহর রক্ষা বাঁধে ২৫ মিটার এলাকায় ভয়াবহ ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিরাট এলাকা জুড়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় সৃষ্ট ঘূর্ণিপাকের কারণে হরিসভা এলাকায় আবারো ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী পুরান বাজারসহ আশপাশের এলাকা।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, পুরান বাজার হরিসভা এলাকায় শহর রক্ষা বাঁধে প্রায় ২৫ মিটার এলাকায় গতকাল রাতে ফাটল দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু হয়েছে।
কয়েক মাস আগেও শহর রক্ষা বাঁধের পুরান বাজার অংশের হরিসভা এলাকা নদী ভাঙনের শিকার হয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন স্থানে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হয়।
সম্পর্কিত বিষয়:
চাঁদপুর
আপনার মূল্যবান মতামত দিন: