মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২২ ০৭:৪৬

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১০:৫৫

ছবি সংগৃহিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপির ডাকা ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওইদিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ফের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাই মিলে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। দেশ রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।


সম্পর্কিত বিষয়:

আতঙ্কিত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top