বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২২ ০৪:৩৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৪

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগাছি গ্রামের মোজেদ আলী আকন্দের ছেলে সুজন মিয়া ওরফে সোহেল (২৮), রামকান্তপুর গ্রামের মো. ওসমান প্রাং-এর ছেলে আব্দুল করিম (২৮), মৃত খালেক মন্ডলের ছেলে আব্দুল মালেক (২৭) ও মৃত ছাইদার প্রাং-এর ছেলে মো. আশরাফুল প্রাং (৩৫)।

পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম মোবারক গত ১৬ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া কাপড়পট্টি ও এইটি ফাইভ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে টাকা সংগ্রহ করে সন্ধ্যার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে তারিকুল ইসলাম বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব থেকেই পিছু নেওয়া অস্ত্রধারী ডাকাত দল পথরোধ করে তার ব্যাগে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তারিকুল ইসলাম বাধা দিলে ডাকাতরা প্রথমে ফাঁকা গুলি ছুড়ে ভীতির সৃষ্টি করে। পরে তারিকুল ইসলামের বাম পায়ের উরুতে গুলি করে টাকাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তারিকুল ইসলাম মোবারক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামিউল আলমসহ গোয়েন্দা শাখার একটি দল গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজনের নেতৃত্বে ৭ জনের একটি দল উল্লাপাড়া বাজারে অবস্থান নেয়। শ্রীকোলা মোড়ে সুজন মোটরসাইকেল নিয়ে আরও ২ জনসহ অবস্থান করছিল। আর উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড়ে করিম, আশরাফ ও অজ্ঞাত ১ জন অবস্থান করছিল। ভুক্তভোগী ঘটনাস্থলে পৌঁছালে করিম তাকে কৌশলে থামায়। এসময় সুজনের নেতৃত্বে ডাকাত দলের সদস্যরা তাকে ঘিরে ফেলে আগ্নেয়াস্ত্র দ্বারা প্রথমে ফাঁকা গুলি করে। পরে আশরাফুল তার হাতে থাকা চাকু দিয়ে ভুক্তভোগীর ব্যাগটি কেটে নেয়। পরবর্তীতে সুজন তারিকুল ইসলামের পায়ে গুলি করে সবাই মিলে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

 


সম্পর্কিত বিষয়:

ছিনতাই

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top