শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৩ ০৫:৩৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৮:২০

ছবি সংগৃহিত

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি।

তিনি বলেছেন, মাহে রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য গত ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেই মিটিং থেকে এলসি চালুর বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ও পারুল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দরিদ্র-ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, তারপরও গ্লোবাল কনসেপ্টে আমরা ভালো আছি।

তিনি আরও বলেন, দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার এই পরিশ্রমের কথা চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এজন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সিদ্দিকী প্রমুখ।

এর আগে, বাণিজ্যমন্ত্রী সকালে তার নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

নিত্যপণ্যের দাম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top