বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


মাঝারি ভূমিকম্প চট্টগ্রামে


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২০ ১৮:১৫

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৯

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪-৪.৯৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু, ৫-৫.৯৯ মাত্রাকে মাঝারি, ৬- ৬.৯৯ মাত্রাকে শক্তিশালী, ৭-৭.৯৯ মাত্রাকে ভয়াবহ এবং মাত্রা আট এর বেশি হলে অত্যন্ত ভয়াবহ হিসেবে ধরা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top