মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৩ ০৪:২৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৬:১৬

ছবি সংগৃহিত

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মাস্টারেরহাট এলাকার খাদেম মিয়া তার ভোগদখল করা জমিতে ধান রোপণ করার জন্য গেলে একই এলাকার নুরনবীর সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইয়াকুব (৩০), এরশাদ (২৮), হোসেন আলী (৬৫), ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল (৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫), জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) ও হাফসা (২৬) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া খাদেম আলী (৭০), মেহের আলী (৪২) ও আবু সুফিয়ানকে (২৮) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৭-১৮ বছর থেকে এই দুই পক্ষের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই ব্যাপারে আদালতে মামলা চলমান আছে। থানায় কয়েকবার মীমাংসার জন্য ডাকা হলেও একদল উপস্থিত হলে আরেক দল উপস্থিত হয় না।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top