মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:২০

ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের ভৈরব থেকে সাড়ে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোও জব্দ করা হয়।

আটক মো. হাসান (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় আটক হাসানের মাইক্রোবাসে তল্লাশি করে নীল রঙের পলিথিনের উপর খাকি কস্টেপ দিয়ে মোড়ানো ৪৮ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন মোট সাড়ে ৯৯ কেজি। এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, আটক মো. হাসান দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন বলে স্বীকার করেছেন। আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top