মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ব্যানার টাঙিয়ে-মঞ্চ সাজিয়ে হিরো আলমের অপেক্ষায় সেই শিক্ষক


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৩

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:০৭

ছবি সংগৃহিত

সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত ও বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অবশেষে গাড়ি উপহার দিচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাটের সেই মাদরাসা শিক্ষক এম. মুখলিছুর রহমান। গাড়িটি উপহার দিতে সেই শিক্ষকের বাড়িতে চলছে নানা আয়োজন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে আসছেন সাম্প্রতিক সময়ের আলেচিত ব্যক্তি হিরো আলম।

এদিন ওই মাদরাসা শিক্ষকের বাড়িতে সিলেটবাসীর পক্ষ থেকে ‘প্রিন্সিপাল এম. মখলিছুর রহমান কর্তৃক হিরো আলমকে নোহা গাড়ি উপহার অনুষ্ঠান-২০২৩’ শিরোনামে ব্যানার টাঙানো হয়েছে। তৈরি হয়েছে মঞ্চ, বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত আছে মাইক, দর্শকের জন্য রয়েছে সারি সারি চেয়ার। সামিয়ানা টাঙিয়ে রাখা হয়েছে সাজানো নোহা গাড়িটি।

নির্বাচনের সময় হিরো আলমকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নরপতি গ্রামের মাদরাসার অধ্যক্ষ এম. মখলিছুর রহমান নামে এক ব্যক্তি নিজের নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দেন। এরপর এ বিষয়ে নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে গাড়ি উপহার নিতে মখলিছুর রহমানের বাড়িতে আসছেন হিরো আলম। তার জন্য মঙ্গলবার সকাল থেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে গ্রামের শিশু-কিশোররা।

মখলিছুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা সবাই বাংলার হিরোর জন্য অপেক্ষা করছি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top