মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হাড়িয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫১

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৮

ছবি সংগৃহিত

গাজীপুর জেলা কাপাসিয়ার হাড়িয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন-ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হাদিউল ইসলাম, অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন পিপলস ইন্সুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক- আলাউদ্দিন দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, হারুন অর রশিদ, সিরাজ উদ্দিন তালুকদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের মিডিয়া ম্যানেজার মো. ইব্রাহিম খলিল, ইউনিয়ন তাতী লীগের সভাপতি আব্দুল আওয়াল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরজুল, সাধারণ সম্পাদক রতন প্রধান, সার্বিক সহযোগীতায় ছিলেন অভিভাবক প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা স্বপন মিয়া, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আলামিন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোশাররফ হোসেন মাস্টার, নজরুল ইসলাম জিন্নত মাষ্টার, রফিকুল ইসলাম মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার। সুস্থ্য দেহ সুস্থ্য মনে, চলে যাই ক্রীড়াঙ্গনে এই শ্লোগান নিয়ে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিয়া আক্তার, লিপি আক্তার।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধ বিষয়ক নাটক, ছড়া, আবৃত্তি, কৌতুক, নৃত্য, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top