বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গুণী ব্যক্তিদের সম্মান না করলে গুণী তৈরি হয় না : সেনাপ্রধান


প্রকাশিত:
৩ মার্চ ২০২৩ ০৩:২১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৪১

ছবি সংগৃহিত

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, গুণী ব্যক্তিদের গুণগান না গাইলে, সম্মান না করলে গুণী তৈরি হয় না। যে বীররা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদেরকে আমাদের মনে রাখতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত ‘আস্থানীড়’ প্রকল্পের ১৫টি ফ্ল্যাট হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎস্বর্গকারী সেনাদের পরিবারের মাঝে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

এ সময় তিনি বলেন, যখন মানুষ ভালো কাজের প্রতিদান পাবে, তখন তারা অবশ্যই ভালো কাজে উৎসাহিত হবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর চাকরিকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা জীবনযাত্রা বলি। সেনাবাহিনীতে আমরা যখন যোগদান করি তখন জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই যোগদান করি।

তিনি আরও বলেন, যারা দেশের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য প্রাণ উৎসর্গ করবে তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমাদের সীমাবদ্ধতার ভেতর থেকেও আমরা সবসময় চেষ্টা করি কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। সেখানে আজ একটি নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা আজ এমন ১৫ পরিবারকে সারাজীবনের জন্য একটি করে ফ্ল্যাট হস্তান্তর করতে পেরেছি।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, যিনি শহীদ হয়েছেন তিনি আর আসবেন না। আমরা চাই তার পরিবার যেন সুন্দর জীবনযাপন করতে পারে। তার সন্তানরা যেন পড়াশোনা করে মানুষ হতে পারে। একইসঙ্গে তাদের সন্তানরা যেন ভবিষ্যতে তার বাবার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। এমন একটি কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব।

এর আগে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ সাভারের বিএনসিসি একাডেমিতে অনুষ্ঠিত সেন্ট্রাল ক্যাম্পিং-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top