বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ গৃহহীন থাকবে না’


প্রকাশিত:
৫ মার্চ ২০২৩ ০৭:২৬

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৪৩

ছবি সংগৃহিত

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দুই মাস পর থেকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসন শুরু করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা সেই কাজটি নতুন করে শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ গৃহহীন থাকবে না।

শনিবার (৪ মার্চ) শরীয়তপুর জেলার নড়িয়ার চরআত্রা নওপাড়ায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহনির্মাণ-সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হার না মানা এক যোদ্ধার নাম শেখ হাসিনা। তিনি সততা, প্রজ্ঞা ও বুদ্ধি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো নাগরিককে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেই শেখ হাসিনা উদ্বাস্তুদের ঘর নির্মাণ করতে নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী প্রদান করেছেন।

উপমন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতার মসনদে বসেছিল। বিএনপি-জামায়াত জোট অবৈধভাবে ক্ষমতায় এসে দুর্নীতির মহোৎসব শুরু করেছিল। তারা আবারো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা দেশকে লুটে খেতে আন্দোলনের নামে মানুষ হত্যা করে। তারা গণতান্ত্রিক ধারা পছন্দ করে না বলেই নির্বাচনে না আসার নাটক করে।

গৃহহীন ৩০ জনের প্রত্যেককে ২ বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তাহমিনা খাতুন শিলু, এনায়েত উল্লাহ মুন্সী, জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top