একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ
প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০০:১২
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৪১

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর কর্তৃক বাঙালি গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবিতে বরিশালে প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সেক্টর কমান্ডাস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বরিশাল বধ্যভূমিতে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন।
এতে প্রধান অতিথি ছিলেন- বরিশালি সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় সভাপতি ও সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১-এর কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক হারুন হাবীব।
প্রধান অতিথি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইুতহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ওদের কাছে ইতিহাস পৌঁছে দিতে না পারলে মুক্তিযুদ্ধ সর্ম্পকে তারা কিছু জানবে না। মুক্তিযুদ্ধকালীন গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি আদায়ে আমি পাশে থাকব এবং জীবনের শেষ পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যাব।
সমাবেশে আরও বক্তব্য দেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদ, গণহত্যার শিকার পরিবারের পক্ষে শহীদ মজিবর রহমান কাঞ্চনের ছেলে শফিউর রহমান জামাল।
সমাবেশের শুরুতে বধ্যভূমিতে একাত্তরে শহীদদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে শত শত মোমবাতি প্রজ্বলন করা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: