ছিনতাই-মারামারি
চট্টগ্রামে সাত কিশোরসহ ১০ জন গ্রেপ্তার
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ০১:৩৫
আপডেট:
১২ সেপ্টেম্বর ২০২০ ০২:৪১

চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এবং আশপাশের এলাকায় ছিনতাই ও মারামারির ঘটনায় সাত কিশোরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, নিউ মার্কেট মোড় থেকে ছয় কিশোর মিলে পেয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে তুলে পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। রিয়াজউদ্দিন বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ওই কর্মচারীকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই এলাকা থেকে তাকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানান ওসি মহসিন।
এছাড়া স্টেশন রোডের ফলমণ্ডী মুখে পাঁচ-ছয়জন মিলে পারভেজ নামে এক যুবককে মারধর করার অপরাধে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহসিন জানান, “পূর্ব শত্রুতার জেরে মারধর করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোর রয়েছে।
গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন- রিয়াজ (১৯), ইমন (২০) ও শরিফ (১৯)।
দুটি ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক মামলা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
চট্টগ্রাম
আপনার মূল্যবান মতামত দিন: