বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২
প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ১৮:২০
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪৫

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাইক্রোবাসচালক কক্সবাজারের রমিজ আহম্মেদের ছেলে মজিবুর রহমান (৩০) ও শেরপুর উপজেলার ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলী ছেলে আজগর আলী (৬০)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজারের অদূরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে এই দুর্ঘটনার কিছুক্ষণ পর বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়েন পথচারী আজগর আলী। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করেন।
সম্পর্কিত বিষয়:
সড়ক দূর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: