বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত ১২শ ঘরবাড়ি মেরামতে অর্থ সহায়তা দেয়া হবে


প্রকাশিত:
১৬ মে ২০২৩ ০২:০৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:১৩

ছবি সংগৃহিত

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। এছাড়া দ্বীপে ক্ষতিগ্রস্ত ১২শ ঘর ঘরবাড়ির মেরামতে ঢেউটিন, অর্থ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

সোমবার (১৫ মে) বিকেলে জেলা প্রশাসক সেন্টমার্টিন পৌঁছে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত ১২শ ঘর ঘরবাড়ির মেরামতে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হবে। মোখায় মোট ১১ জন আহত হয়েছেন। তাদেরও দেখভালের ব্যবস্থা করা হচ্ছে।

সেন্টমার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, আমাদের এখানে প্রায় ঘর ক্ষতিগ্রস্ত। ২ দিন ধরে মাছ শিকারও বন্ধ। পর্যটকখাতও বন্ধ। আমরা মুড়ি-চিড়া চাই না। আমাদের বাচঁতে অন্তত মাছ শিকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। দ্বীপের মানুষ অনেক কষ্টে আছে।

পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা জানান, দলীয়ভাবে আওয়ামী লীগের দুর্যোগ মোকাবেলা কার্যক্রমের মতো ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কাজেও পাশে থাকবে।

পরিদর্শনকালে কোস্টগার্ডের পূর্ব জোন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top