কৌশলে স্কুলব্যাগে করে নিয়ে যাচ্ছিল গাঁজা, গ্রেপ্তার ২
প্রকাশিত:
২১ মে ২০২৩ ১৭:৫৫
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৯:১৩

ডাবের ব্যবসার পাশপাশি মাদকের ব্যবসা পরিচালনার দায়ে নড়াইলের লোহাগড়া থেকে ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মে) বিকেলে এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী থানাধীন শ্যামপাড়া গ্রামের ঠাকুর দাস মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৫), একই থানাধীন খরম খালী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত পুলিং বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)। তারা বাগেরহাটের চিতলমারী থেকে লোহাগড়ায় এসেছিলেন গাঁজার চালান ডেলিভারি দেওয়ার জন্য। ডাবের ব্যবসায় লাভ না হওয়ায় দুই বন্ধু এই ব্যবসা শুরু করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার বিকেলে লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক ছদরুল আলম তার দায়িত্বরত এলাকায় বের হন। নিজস্ব সোর্সের মাধ্যমে তিনি জানতে পারেন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে।
তাৎক্ষণিক খবর পেয়ে উপপরিদর্শক সুজিত সরকারি একটি ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তল্লাশিকালে আসামিদের কাছে থাকা স্কুল ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, অভিযানে স্কুল ব্যাগে থাকা ১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে। মাদক সাথে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: