বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১৯০০ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক


প্রকাশিত:
২২ মে ২০২৩ ১৬:১৩

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৯:১৫

ছবি সংগৃহিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া এলাকা হতে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সোমবার (২২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

আটক কারবারি হলেন, মোছা. নূর ছাফা (৪০)। তিনি হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ ওই নারী কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটক নূর ছাফা দীর্ঘদিন ধরে এই মাদক অবৈধভাবে দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top