বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বেওয়ারিশ ৩০০ লাশের গোসল করিয়েছেন শফিকুল


প্রকাশিত:
১৩ জুন ২০২৩ ১৬:৫২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৫:৩৮

ছবি সংগৃহিত

গত বিশ বছরে ৩০০ বেওয়ারিশ লাশের গোসল দিয়েছেন রাজবাড়ীর হাফেজ শফিকুল ইসলাম (৪৪)। শফিকুল রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম বিনোদপুর ড্রাই-আইস ফ্যাক্টারি এলাকার মৃত ইউসুফ আলি বিশ্বাসের ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি মসজিদের ইমাম শফিকুল। অবসরে একটি লন্ড্রির দোকানও চালান তিনি। তবে লাশ গোসলের কাজটা শুরু করেন ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান-ই- মফিদুল ইসলামের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে। বর্তমানে তিনি সংস্থাটির রাজবাড়ী জেলা শাখার নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

হাফেজ শফিকুল ইসলামের সঙ্গে আলাপকালে তিনি বলেন,বেওয়ারিশ লাশের গোসল দেওয়ার কাজ শুরু করেছিলাম ২০০৩ সাল থেকে। ওই বছরই আঞ্জুমান মফিদুল ইসলামে যুক্ত হই। মানুষের প্রতি ভালোবাসা থেকেই এই সংগঠনের মাধ্যমে লাশ গোসল করাই। এই পর্যন্ত প্রায় ৩০০ বেওয়ারিশ পচা, অর্ধগলিত, পোকা ধরেছে এমন লাশ নিজের হাতে গোসল দিয়েছি। অনেক সময় এমন হয়েছে যে সম্পূর্ণ পচা, গলা, দুর্গন্তযুক্ত পোকা ধরেছে এমন লাশ এসেছে। অন্য সহযোগীদের সাহায্যে কেরোসিন ঢেলে পোকা হাত দিয়ে সরিয়ে লাশের গোসল দিয়েছি।

তিনি আরও বলেন, আল্লাহর উপর ভরসা করে এই কাজ করি। লাশকাটা ঘরের পাশেই আমাদের আঞ্জুমান মফিদুল ইসলামের অফিস। ওখান থেকে বেওয়ারিশ লাশের গোসল দিয়ে কফিনে আটকে ভবানীপুর কবরস্থানে দাফন করা হয়।

শফিকুল বলেন, মুসলমানদের পাশাপাশি এ পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বী ৩ জনের বেওয়ারিশ লাশ পেয়েছি। সেগুলো আমাদের ব্যবস্থাপনায় শশানে দাহ করা হয়েছে। এক কথায় মৃত ব্যক্তিদের যখন কেউ থাকে না তথন আমরা তাদের দাফনের ব্যবস্থা করি।

আঞ্জুমান-ই-মফিদুল রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু বলেন, হাফেজ শফিকুল ইসলাম আঞ্জুমান-ই-মফিদুলের রাজবাড়ী জেলা শাখার সদস্য ও স্বেচ্ছাসেবক। তিনি এখানে বিভিন্ন বেওয়ারিশ লাশের গোসল করান। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। তিনি কোনো স্বার্থ ছাড়াই এ কাজ করে থাকেন। শফিকুল সাহসিকতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা থেকে এই কাজটি করছেন। তাকে আমরা অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমন সাহসী ও হৃদয়বান মানুষের এখন বড় অভাব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top