সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫১
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০১:৪৬

সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
দেশে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বাধিক ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সম্পর্কিত বিষয়:
ঢাকা
আপনার মূল্যবান মতামত দিন: