সাংবাদিক নাদিম হত্যা : বাবু চেয়ারম্যানের আরেক সহযোগী গ্রেপ্তার
প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩ ০১:২২
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৫২

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী আসলাম মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসলাম মিয়া বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নাদিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত নয়ন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে আসলাম মিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার নাম উঠে আসে। আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: