বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চুয়াডাঙ্গায় রাস্তায় অবাধে ঘোরাঘুরি করা ২ গরু আটক


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৩ ০১:৩২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৫২

 ফাইল ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অবাধে গরু ঘোরাফেরার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটায় দুটি গরু আটক করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সদর উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) শামীম ভূইয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরে ছেড়ে দেওয়া গরুগুলো গুরুত্বপূর্ণ সড়কে অবাধে ঘোরাঘুরি করে। এ কারণে আসুবিধায় পড়েছেন সড়কে চলাচলকারিরা। এজন্য মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনাও ঘটছে।

এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী একাধিকবার মাইকিং করা হয়। তবুও গরুর মালিকরা শহরের মধ্যে গরু ছেড়ে দেন। গতকাল শুক্রবার থেকে ছেড়ে দেওয়া গরুগুলো আটকের অভিযান শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান চাঁদ ঢাকা পোস্টকে বলেন, আটকের পর সাতদিনের মধ্যে গরুর মালিকদের না পাওয়া গেলে নিলামে তোলা হবে। আর প্রকৃত মালিক পাওয়া গেলে জরিমানার মাধ্যমে গরু ফিরিয়ে দেওয়া হবে। জরিমানার পরিমান কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল 'আটক গরুর প্রকৃত মূল্যের ৪০ শতাংশ জরিমানা করা হবে'।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) শামীম ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শহরে গুরুত্বপূর্ণ সড়কে গরু নিয়ন্ত্রণ অন্যতম।

এ বিষয়ে পৌরসভা থেকে একাধিকবার মাইকিং করে গরুর মালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও অনেকে রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন। এখন পর্যন্ত দুটি গরু আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। আটক গরু পেলে তা আটক করে আইন অনুযায়ী নিলামে বিক্রি করে দেওয়া হবে। এখন পর্যন্ত আমরা ২টি গরু আটক করে রেখেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। গরুগুলো আটক করে আইন অনুযায়ী নিলামে বিক্রি করে দেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top