বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নদ দিয়ে ভেসে আসা ভারতীয় মহিষ এখন পুলিশ হেফাজতে


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩ ১৭:২৩

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৫৫

 ফাইল ছবি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি ভারতীয় মহিষ ভেসে এসেছে। এসময় ওই মহিষগুলোকে নদী থেকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

তারা ধারণা করছেন ভারত থেকে চোরাচালানের সময় এসব মহিষ ব্রহ্মপুত্রের পানিতে ভেসে এসেছে। ভেসে আসা বেওয়ারিশ মহিষগুলোকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম। এর আগে সোমবার উপজেলার নয়ারহাটে ফেসকা দুইশ বিঘা এলাকায় ব্রহ্মপুত্র নদে এগুলো ভেসে আসে।

নয়ারহাট ইউনিয়নের ফেসকা দুইশ বিঘা এলাকার আলম মোল্লাহ ও শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি মহিষ ভেসে যাচ্ছিল। এসময় ওই এলাকার রেজাউল করিম, আলতাফ হোসেন, আছর উদ্দিন ও আল আমিনসহ বেশ কয়েকজন দীর্ঘ সময় চেষ্টা করে মহিষ ৪টিকে নদী থেকে ওঠায়।

মহিষ ৪টি উদ্ধারের প্রায় ২ ঘণ্টা পরে পার্শ্ববর্তী উলিপুর উপজেলাধীন সাহেবের আলগা এলাকা থেকে ৭-৮ জনের একটি দল আসে এবং উদ্ধারকৃত মহিষ ৪টির মালিকানা দাবি করেন। উদ্ধারকারীদের কাছে তাদের দাবি যৌক্তিক না হওয়ায় অর্থের বিনিময়ে মহিষ কিনে বিষয়টি রফাদফার চেষ্টা চলছিল। রফাদফার এক পর্যায়ে ঢুষমারা থানা পুলিশ সেখানে গিয়ে মহিষ আটক করে দেয়।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম জানান, মহিষ ভেসে আসার খবর পেয়ে গতকাল রাতে তেলিপাড়াচর এলাকা থেকে মহিষ ৪টি নৌকা যোগে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বেওয়ারিশ হিসাবে পাওয়া মহিষ ৪টিকে উদ্ধার করে সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে জানানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top