শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৩:২৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ৮ মাসের শিশু সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসী গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশু সন্তান আলী কাজী।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ বোস জানান, নিহত গৃহবধূ তার শিশু সন্তানসহ একটি অটোভ্যান করে বাবার বাড়ি উপজেলার ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি গ্রামে যাচ্ছিলেন। মিল্টন বাজার এলাকায় পৌঁছালে কাশিয়ানীর ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু আলী নিহত হয় এবং মিরা বেগম গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা মীরা বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত বিষয়:

গোপালগঞ্জে নিহত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top