বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে : তাজুল ইসলাম


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ০০:০৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৫২

ছবি সংগৃহিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি অনেক কথা বলে। আসলে তত্ত্বাবধায়ক সরকারের কিছু যায় আসে না। বিএনপি জিতলে নির্বাচন সুষ্ঠু হয়, না হয়। এটাই তাদের মূল লক্ষ্য। আসলে তারা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে।

শনিবার (২২ জুলাই) কুমিল্লা জেলা পরিষদ আয়োজিত কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) এভাবে আতঙ্ক শুরু করলে সাধারণ মানুষ ঘরে ঘরে ঢুকবে, আর বিএনপির গুণ্ডারা মাঠ-রাস্তা দখল করবে। এটা বিএনপিকে ক্ষমতায় আনবে। কিন্তু এটা কখনই হবে না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার এই উন্নয়ন অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি দলের নেতা-কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এনামুল হক প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top