মাছ উৎপাদন বেড়েছে ফেনীতে, দামও বেশি
প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩ ২০:০৪
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০২:৫২

ফেনীতে বেড়েছে মাছ উৎপাদন। ২০২২-২০২৩ অর্থ বছরে ৩৪ হাজার ৪২৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। যা চাহিদার বিপরীতে ৫২৬ দশমিক ৬৪ মেট্রিক টন বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এসব তথ্য জানান।
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, জেলায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পুকুর ও দীঘিতে মাছ উৎপাদন হয়েছে ২৭ হাজার ৩১৭ মেট্রিক টন। এছাড়া সরকারি পুকুর ও দীঘিতে উৎপাদন হয়েছে ৯৮১ দশমিক ৫০ মেট্রিক টন। জেলায় ২৪ হাজার ৯৬০ জন মৎস্যচাষি রয়েছেন। ২৫০ জন ইলিশ জেলেসহ ৪ হাজার ৯২৫ জন মৎস্যজীবী রয়েছে। ৪২টি মৎস্য আড়তের মাধ্যমে জেলায় মাছের বাজারজাত করা হয়।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ফেনীর মৎস্যখাত সমৃদ্ধ করতে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছি। মৎস্য চাষীদের সনাতন ধারা থেকে বের করে আনতে বিভিন্ন চাষ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এছাড়াও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (ফেজ ২), ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের উন্নয়নে কাজ চলছে।
এদিকে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও নিয়ন্ত্রণে নেই ফেনীর মাছের বাজার। বাড়তি দাম প্রসঙ্গে মৎস্য চাষিরা বলেন, মাছের খাবার, ওষুধ ও পরিবহণ খরচ বেড়েছে। বর্তমানে বর্ষা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় পুকুরে বেশিরভাগ সময় সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কম দামে মাছ বিক্রি সম্ভব হয় না।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে সোমবার (২৪ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। নিরাপদ মাছ চাষের প্রচারে সপ্তাহজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেছে ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় তিনি জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ ও র্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ শেষে আগামী রোববার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
মতবিনিময়কালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, চ্যানেল আইয়ের প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: