মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল দুই শিক্ষকের


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ০০:৪৭

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২৩:৩৮

 ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষকরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের মৃত আহমেদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুইজনই গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষক ছিলেন।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুইজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা সাপে কামড়ানো শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু এতেও তাদের শরীরের কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হচ্ছিল। এতে ভয় পেয়ে সহকর্মীরা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাসেদুল ইসলাম মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষক রাসেদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আরেক শিক্ষক জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top