মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চলন্ত গাড়িতে গাছ পড়ে চরমোনাই মাদরাসার শিক্ষক নিহত, আহত ৪


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ১৮:২৭

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

ছবি সংগৃহিত

বরিশালে চলন্ত থ্রি-হুইলারের ওপর গাছ উপড়ে পড়ে চরমোনাই মাদরাসার শিক্ষক মনির হোসেন নিহত হয়েছেন। ওই ঘটনায় চারজন আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের পশুরিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

জানা গেছে, বরিশাল নগরীরর বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাই গ্রামে চার যাত্রী নিয়ে যাচ্ছিলেন থ্রি-হুইলার চালক মাহাবুব। পথিমধ্যে চাঁদেরহাট সংলগ্ন খান বাড়ির সামনে পৌঁছলে সড়কের পাশের একটি রেইনট্রি উপরে পড়ে মাহিন্দ্রাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চরমোনাই মাদরাসার শিক্ষক মনির হোসেন নিহত হন। গুরুতর আহত হন পদ্মা ব্রিকস ফিল্টের ম্যানেজার বাচ্চু হোসেনের ছেলে সায়েম, তামিম ও গাড়ির ড্রাইভার মাহবুব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top