মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৩ মণ চিংড়ি জব্দ, আটক ২


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ১৬:২৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:১২

 ফাইল ছবি

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৩ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯ বস্তা ও ৩ ক্যারেটে রাখা মাছসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা নদীতে পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top