মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘নিম্ন ও মধ্যবিত্তদের তো ইলিশ খাওয়ার প্রশ্নই ওঠে না’


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ১৯:১৩

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:০৪

 ফাইল ছবি

ইলিশের ভরা মৌসুমের শেষ সময়েও মেঘনা-তেঁতুলিয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশা ভোলার জেলেরা। অন্যদিকে এখন বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালে আসেনি দাম।

এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাই সাধ থাকলেও সাধ্যের কারণে স্বাদ নিতে পারছেন না সাধারণ ক্রেতারা। এক কেজি ছোট আকারের ইলিশ এখনো ৬০০ টাকার নিচে মিলছে না।

গত ২৩ জুলাই বঙ্গোপসাগরে জেলেদের ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন বাজারে ব্যাপক হারে ইলিশ মাছ পাওয়ার কথা থাকলেও উল্টো দেখা দিয়েছে সংকট। চাহিদার তুলনায় সে অনুপাতে মিলছে না ইলিশ। ফলে দাম আকাশছোঁয়া বলে জানিয়েছেন বিক্রেতারা।

ইলিশা মাছঘাটের পাইকার রাসেল ব্যাপারী বলেন, ভোলায় বর্তমানে ৪০০-৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ ২৪-২৬ হাজার টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের প্রতি মণ ২৮-৩০ হাজার টাকা, ১ কেজি ওজনের প্রতি মণ ইলিশ ৪০-৪৫ হাজার টাকা এবং ১ কেজির বেশি ওজনের ইলিশ ৫০-৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

জুবায়ের নামের এক ক্রেতা বলেন, এখন ইলিশের সিজনে দাম হওয়ার কথা সবচেয়ে কম। কিন্তু এখনই সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এই মাছ। ৬০০ গ্রাম ওজনের একটি মাছ কিনতে হয়েছে ১০০০ টাকায়। ১৫০০ টাকা করে কেজি। কিন্তু এই মাছটির দাম হওয়া উচিত ছিল ৪০০ টাকা। দামের কারণে বিত্তবানরাই ঠিকমতো ইলিশ খেতে পারছে না। নিম্ন ও মধ্যবিত্তদের তো ইলিশ খাওয়ার প্রশ্নই ওঠে না।

ভোলার মাছ বাজারে ইলিশ কিনতে আসা রুবেল হোসেন আক্ষেপ করে বলেন, এই মৌসুমে এখনও ইলিশ মাছ মুখে তুলতে পারিনি। বাজারে ইলিশের চড়া দাম।

বিক্রেতারা বলছেন, নদীতে মাছ নেই তাই দাম বেশি। দাম বাড়ার পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা প্রশাসনের দেখা উচিত।

শাহিদা আক্তার নামের এক গৃহিণী বলেন, প্রতি বছর ইলিশের আকাশছোঁয়া দাম থাকে। এখন ইলিশের সিজন থাকলেও বাজারে দাম বেশি। ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও এ মাছ কিনে খাওয়া অনেকের নাগালের বাইরে। তাই সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই।

ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছরের ব্যবধানে জ্বালানি তেল ও বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। যার একটি প্রভাব পড়েছে ইলিশের দামে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এ বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন। ইলিশের ভরা মৌসুমে সর্বাধিক ইলিশ উৎপাদিত মেঘনার শাহবাজপুর চ্যানেলে ইলিশ কম আসার কারণ হিসাবে সাগর মোহনার ঢালচর ও চর নিজাম এলাকার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। স্থানীয় বাজারে ইলিশের এত দাম কেন-বিষয়টি খতিয়ে দেখা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top