মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ড্রেনের ভেতর গোঙানির শব্দ, স্ল্যাব ভেঙে যুবককে জীবিত উদ্ধার


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ১৯:৪১

আপডেট:
২৯ আগস্ট ২০২৩ ১৯:৪২

 ফাইল ছবি

সিলেটে ড্রেনের স্ল্যাবের ভেতর আটকে থাকা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৭ আগস্ট) দুপুরে সিলেট নগরীর লামাবাজারের সরষপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে নগরের লামাবাজারের সরষপুর এলাকার একটি ড্রেনের ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে স্থানীয় কাউন্সিলর ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মানুষের অস্তিত্ব টের পেয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়।

বিষয়টি নিয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান শহিদুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরষপুর এলাকার একটি ড্রেনের ভেতরে আটকে পড়া এক যুবককে স্ল্যাব ভেঙে উদ্ধার করি। উদ্ধারকালে ফায়ার সার্ভিসের কর্মীদের দিকে তিনি ঢিল ছোঁড়ে ও কামড়ে দেয়। পরে তাকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত স্থানীয়দের সহায়তায় তার হাত-পা বেঁধে ড্রেন থেকে বাইরে নিয়ে আসি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে সে মানসিকভাবে অসুস্থ। কিভাবে এই ড্রেনের মধ্যে প্রবেশ করেছে সেটি জানতে পারিনি। উদ্ধারের পর তিনি অস্বাভাবিক আচরণ করায় তাকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, আমার ওয়ার্ডের নাগরিকদের মাধ্যমে খবর পেয়ে ড্রেনের ভেতর থেকে মানুসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।তাৎক্ষণিকভাবে সেই যুবকের কোনো নাম ঠিকানা আমরা শনাক্ত করতে পারিনি।

এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকৃত যুবককে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য দিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুদিন আগে সে হাসপাতালের গোল চক্কর সংলগ্ন এলাকায় ঘুরাফেরা ও অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে একটি সূত্র।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top