মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ২০:৩০

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৬:২২

প্রতিকী ছবি

সিলেট মহানগরীর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাপুরে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ভূমিকম্প হয়েছে জানতে পেরেছি। তবে মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে এখনও অবগত হইনি।

ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। যার উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top