বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু
প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ২০:৪০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫৩

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে সে করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রোববার (২৯ মার্চ) সকালে তার মৃত্যু হয়। করোনা ইউনিটে মারা যাওয়া ৪০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।
ঐই হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, পটুয়াখালী থেকেওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে বরিশাল মেডিকেলে আনা হয়। এরপর তাকে প্রথমে মেডিসিন ইউনিটে নেয়া হয়। অবস্থা খারাপের দিকে গেলে সেখান থেকে গতরাতেই তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এরপরে আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ডা. এসএম বাকির হোসেন জানান, ওই রোগীর মৃত্যুর বিষয়টি ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: