ত্রিশালে বাসচাপায় ৪ জন নিহত
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩ ০৯:৪০
আপডেট:
১১ অক্টোবর ২০২৩ ১০:২৪

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী একটি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। হতাহতদের পরিচয় জানা যায় নি।
বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেরিয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগন্যাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: