মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গুম থেকে ফেরা ছাত্রদল নেতা নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৩ ১১:০৫

আপডেট:
১৩ অক্টোবর ২০২৩ ১১:০৭

ফাইল ছবি

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সংগঠন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তারা নাহিদকে গ্রেফতার বা আটকের বিষয়টি স্বীকার করছে না।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদল নেতা নাহিদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এবারও হয়তো সেরকম কোনো নাটক তৈরি হবে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানান তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top