ভৈরবে ট্রেন দুর্ঘটনা : নিহত বেড়ে ১৪
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৩ ১৮:৩৩
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে এগারসিন্দু এক্সপ্রেসের তিনটি বগি লণ্ডভণ্ড হয়।
উল্টে যাওয়া বগির নিচে আটকা পড়েন বহু যাত্রী। এছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদেকুর রহমান সবুজ এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রেনের নিচে এখনো কয়েকজন চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রেনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
সম্পর্কিত বিষয়:
#বাংলাদেশ
আপনার মূল্যবান মতামত দিন: