মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মঙ্গলবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ২০:০১

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১০:৫০

ফাইল ছবি

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফেনী জেলা বিএনপি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ খালেক বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও একটি এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার কোনোভাবেই এটি হতে দেওয়া হবে না। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহজাহানপুর ও গুলশান থানার নাশকতার দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম মজনুসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।


সম্পর্কিত বিষয়:

#বিএনপি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top