দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ০০:২৮
আপডেট:
৩১ মার্চ ২০২০ ০৩:৩০

দিনাজপুরের বিরামপুরে গায়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে কুমিল্লা ফেতর ফরহাদ হোসেন (৩২) নামের এক যুবকের। করোনাভাইরাস সংক্রমনে ওই যুবকের মৃত্যু হয়েছে সন্দেহে মৃতের গ্রামটি কড়া নিরাপত্তায় রেখেছে গ্রামপুলিশের সদস্যরা। সোমবার উপজেলার জোতবানী ইউনিয়নের তপসি গ্রামের বাড়িতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃত্যের স্ত্রী চম্পা বেগম। মৃত ফরহাদ হোসেন ওই গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।
চম্পা বেগম জানান, তার স্বামী গত তিন সপ্তাহ আগে গ্রামের খলিলুর রহমান, ফারুকুল ইসলাম ও মানিক হোসেনের সাথে কৃষিশ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লার লাকসামের বিজরা গ্রামে ইতালি ফেতর মোমিন হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে যান। পরে গত ২২ মার্চ ফরহাদ হোসেন গায়ে জ্বর নিয়ে ওই তিনজনসহ বাড়িতে ফিরে আসেন।
প্রতিবেশী খলিলুর রহমান জানান, কুমিল্লায় যাওয়ার চারদিন পরে ফরহাদ হোসেন জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফিরে আনি।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ফরহাদ হোসেনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে এবং করোনা ভাইরাসের সংক্রমণে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনাটি পরীক্ষা করার জন্য আইডিসিআর কার্যালয়ে পাঠানো হবে।
সম্পর্কিত বিষয়:
দিনাজপুর
আপনার মূল্যবান মতামত দিন: