দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২৮

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রোববার (৩১ ডিসেম্বর) ভোর পৌনে চারটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত পৌনে চারটার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে। অন্য পাড়ের নদী পারের অপেক্ষায় আছে কিছু যান।
আপনার মূল্যবান মতামত দিন: